ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার অদূরে কুচিয়ামোড়া এলাকায় কভার্ড ভ্যানের সাথে প্রাইভেটকার সংঘর্ষে পান্না বনিক (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।
হাঁসাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আতিকুর রহমান জানায়, সোমবার (২৩ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ঘণ কুয়াশায় কারণে পণ্যবাহী কভার্ডভ্যান প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে৷ এ সময় প্রাইভেটকার আরোহী ওই নারী নিহত হয়। প্রাইভেটকারটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলো।
নিহত পান্না বনিক(৩৫), কিশোরগঞ্জের বাজিতপুরের খোকন রায়ের স্ত্রী। আহত-একই এলাকার সুশান্ত ঘোষের স্ত্রী শিল্পী ঘোষ, দীপক বনিকের ছেলে দীপ্ত বনিক, বি-বাড়িয়ার নাসির নগরের ইশিতা ঘোষ(১৩) সহ মাগুরার চাদপুর এলাকার ইউনুছ মোল্লার ছেলে কাভার্ড ভ্যান চালক মাহফুজ(৩৩)।
নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানায় শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আবুল কালাম আজাদ।
গতকাল ভোরে ও সকালে ঘন কুয়াশায় মহাসড়কে একাধিক দুর্ঘটনায় নিহত হন ১ প্রাইভেট কার চালক। আহত হন অন্তত ১৫ জন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :