খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির ডিসেম্বর মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে এ বৈঠক হয়।
সভায় মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আহসান হাবীব জানান, মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বড়দিন উপলক্ষে নগরীর ৩৩টি গির্জায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ইংরেজি নববর্ষ উদযাপনেও নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই।
ডেপুটি সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন জানান, ডেঙ্গুর প্রকোপ কমায় রোগীর সংখ্যা কমেছে। এ বছর ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ৩,০৮৫ জন। বেসরকারি হাসপাতালের সেবার মান উন্নত রাখতে অভিযান অব্যাহত আছে।
পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন জানান, সুন্দরবনকেন্দ্রিক দস্যুতা প্রতিরোধে নজরদারি বাড়ানো হচ্ছে। ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও মাদকবিরোধী প্রচারণায় ইমামদের সঙ্গে বৈঠক করা হয়েছে। মবজাস্টিস ঠেকাতে সামাজিক সচেতনতার ওপর জোর দেওয়া হয়।
জেলা প্রশাসক বলেন, অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়াতে হবে। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে। শীতে অতিথি পাখি শিকার বন্ধে প্রশাসন ও নাগরিকদের কার্যকর ভূমিকা দরকার।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মন্ডল ও সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :