AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কারখানা খোলার শর্তে মহাসড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,গাজীপুর
০৪:৫৬ পিএম, ২৩ ডিসেম্বর, ২০২৪
কারখানা খোলার শর্তে মহাসড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা

কারখানা খুলে দেওয়ার শর্তে সাড়ে তিন ঘণ্টা পর ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক ছেড়েছেন গাজীপুরের কোনাবাড়ীতে অবরোধ করা আন্দোলনরত শ্রমিকরা। এর আগে আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কোনাবাড়ী এলাকায় এম এম নীটওয়্যার লিমিটেড ও মামুন নীটওয়্যার লিমিটেড নামের বন্ধ ঘোষিত দুইটি কারখানা শ্রমিকরা মহাসড়কে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করেন।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কোনাবাড়ী-কাশিমপুর জোনের সরকারি কমিশনার সুবীর কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন, ‘মঙ্গলবার কারখানা খুলে দেওয়ার শর্তে সোমবার দুপুর দেড়টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছে। এখন ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।’

গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, ভোগান্তিতে যাত্রীরা গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, ভোগান্তিতে যাত্রীরা পুলিশ ও কারখানা শ্রমিক সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক এম এম নীটওয়্যার ও মামুন নীটওয়্যার লিমিটেড কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে রোববার (২২ ডিসেম্বর) সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কারখানার মূল ফটোকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বিকেলে শ্রমিকদের সাথে কারখানা কর্তৃপক্ষ আলোচনায় বসবে শর্তে শ্রমিকরা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়। ওই সময় কারখানা কর্তৃপক্ষ তাদের শর্ত সাপেক্ষে কারখানায় যোগদানের কথা জানায়। কিন্তু শ্রমিকরা তা মেনে নেয়নি।

পরে সোমবার সকালে কারখানা দুটির শ্রমিকরা ফের কোনাবাড়ী এলাকায় কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় শ্রমিকরা বিনা শর্তে কারখানা খুলে দেয়া ও শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার করার দাবি জানায়। এর আগে ১৭ ডিসেম্বর শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবিতে কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা। পরে কর্তৃপক্ষ ১৮ ডিসেম্বর থেকে অনির্ষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে।

গত ৩ নভেম্বর শিল্প পুলিশের এক সদস্যকে আঘাত করে শ্রমিকরা। পরে শিল্প পুলিশ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০/৬০ জন শ্রমিককে আসামি করে মামলা দায়ের করে। ওই মামলা প্রত্যাহারের দাবিতে ১৭ ডিসেম্বর শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়। পরে কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারখানার নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে মালিকপক্ষ নিঃশর্ত ভাবে দাবি মেনে নিলে দুপুরে মহাসড়ক ছেড়ে দেয়। আগামীকাল থেকে তারা কাজে যোগ দিবে।

গাজীপুর শিল্পাঞ্চল -২ এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে  শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। মালিক পক্ষের উপস্থিতিতে শ্রমিকদের বুঝিয়ে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

 

একুশে সংবাদ/এনএস

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!