সমন্বিত প্রচেষ্টায় ধনবাড়ী উপজেলাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সর্বোচ্চ উন্নয়ন করা সম্ভব বলে মনে করেন ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।
তিনি বলেন, সকলকে আইন মেনে চলার প্রবণতা বৃদ্ধি করতে হবে ও সহনশীল হতে হবে। ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার আবু সাঈদ আজ ২৩ (ডিসেম্বর) ধনবাড়ী উপজেলার হল রুমে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক মিটিং এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান, ধনবাড়ী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ বাবুল হাসান, ধনবাড়ী উপজেলার সমাজ সেবা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনসহ সভায় সাংবাদিক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ধনবাড়ী উপজেলা বিভিন্ন ইউনিয়নের বাল্যবিয়ে, গরু চুরি, কিশোর গ্যাং, মাদক নির্মূলের উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন উপস্থিত বক্তারা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :