"শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা” এই মূল মন্ত্রকে ধারণ করে নওগাঁর ১১টি উপজেলায় আনসার ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি মহোদয়ের পক্ষ থেকে নওগাঁ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় কর্তৃক একযোগে ১১ টি উপজেলার ২০০ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
দেশের আর্থসামাজিক উন্নয়নে আনসার ও ভিডিপি সদস্যদের অবদান অসামান্য। স্বেচ্ছাসেবী সংগঠন হয়েও বাহিনীটি দেশের আইন শৃঙ্খলা রক্ষা, দক্ষ মানব সম্পদ বৃদ্ধি, আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্নিতকরণ ও এর প্রতিবন্ধকতা নির্মুল করা, স্বাস্থ্য সেবা সহযোগিতায় সহায়ক ভূমিকা পালন ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলাসহ নানাবিধ কাজ সম্পাদনা করে থাকে। ফলে এরূপ গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নের জন্য সরকার সব সময় আনসার ও ভিডিপি সদস্যদের অবদান ও কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ নানাবিধ উৎসাহ ও উদ্দীপনা ব্যঞ্জক কাজ সম্পাদন করে থাকেন। এরই ধারাবাহিকতায় আজ আপনারা শীতবস্ত্র পেয়েছেন এবং ভবিষ্যতে মাঠ পর্যায়ে আনসার ও ভিডিপি সদস্যদেরা আরো দ্বিগুণ তৎপর থাকবেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :