ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি২০২৪-২৫ আওতায় জেলা ক্রিকেট অফিসের আয়োজনে শেরপুর জেলা ক্রিকেট প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ ডিসেম্বর ( মঙ্গলবার) দুপুর ১টায় শেরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শাহ্ কামাল উদ্দিনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ মনিরুল হাসান ৷
ক্রীড়া অফিস সূত্রে জানা যায়, জেলা ক্রিকেট প্রতিযোগিতায় ৪টি দল প্রথম রাউন্ডে অংশগ্রহণ করে ৷ পরবর্তীতে ফাইনাল ম্যাচে আইডিয়াল ক্রিকেট একাডেমী বনাম ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমী অংশগ্রহণ করে ৷
ফাইনাল খেলায় আইডিয়াল ক্রিকেট একাডেমী প্রথম ইনিংসে ১০০ রানে টার্গেটে দিলে ২য় ইনিংসে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমী ৯০ রানে অলআউট হয়৷ মাত্র ৯ রানের ব্যবধানে চ্যাম্পিয়ন দল হিসেবে আইডিয়াল ক্রিকেট একাডেমী পুরস্কার গ্রহণ করে ৷
উক্ত খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হিসেবে পুরুস্কার আইডিয়াল ক্রিকেট একাডেমীর খেলোয়াড় ফয়সাল ৷
এসময় ক্রীড়াবিদ জিন্নত আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শেরপুর শহর বিএনপির সভাপতি প্রভাষক এ.বি.এম মামুনুর রশিদ পলাশ,শেরপুর প্রেসক্লাবের কার্যকরি সভাপতি রফিক মজিদ,সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু হানিফ ,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জাহিদুল হক খান সৌরভ,ক্রীড়াবিদ আব্দুল মান্নান সহ প্রমূখ
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :