সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার পাশবর্তী ভারতের সীমান্ত এলাকার মহিষখলা বাজার সংলগ্ন বহেরাতুলী গ্রামের বানাই কল্যাণ সংগঠন এর উদ্যোগে জাতীয় বানাই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৩ ডিসেম্বর সকাল ১১ টায় বহেরাতুলী গ্রামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষুদ্রনৃ গোষ্ঠীর আদিবাসীদের মধ্য সারাদেশে সবচেয়ে সংখ্যায় কম বসবাসরত বানাই সম্প্রদায়ের শিক্ষা সংষ্কৃতি ঐতিহ্য এই সম্মেলনে তুলে ধরা হয়।
সারা বাংলাদেশের মধ্যে এ এলাকায় বানাই সম্প্রদায়ের সর্বোচ্চ বসবাস,এই গ্রামে ৫৫ টি বানাই পরিবার বসবাস করেন। তারা প্রতিবছরের মতো এবছরেও বাংলাদেশ বানাই কল্যাণ সংগঠন সম্মেলনের আয়োজন করেছে । সম্মেলনের মাধ্যমে তাদের নিজস্ব আঞ্চলিক ভাষায় সংস্কৃতি প্রদর্শন করে। এরমধ্যে দেশাত্মবোধক গান, দলীয়নৃত্য, নাটক, একক নৃত্য পরিবেশন করেন ও ধর্মীয় বিশ্বাসের আচার আচরণ নিয়ে আলোচনা করেন ।
এসময় সম্মেলনের আনুষ্ঠানিক শিক্ষানীতির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশ্বেশ্বর বানাই, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি.উজ্জ্বল আজিম,শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক বাংলাদেশ আদিবাসী ফোরাম,মি.রিপন বানাই, সদস্য সচিব সমতল আদিবাসী অধিকার আন্দোলন,মি.পল্টন হাজং, সাধারণ সম্পাদক জাতীয় হাজং সংগঠন মি.তারিনী আজিম,কবি ও লেখক TWA চেয়ারম্যান হাজং দশরথ অধিকারী, সিনিয়র শিক্ষক সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাজং সুদাস রায়, মধ্যনগর TWA চেয়ারম্যান মি.অজিত হাজং, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন ধরমপাশা উপজেলা শাখা সহ সভাপতি কুমেদ হাজং প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :