”বন্ধুত্বের বন্ধন” এই শ্লোগানকে সামনে রেখে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিপুল উৎসাহ উদ্দিপনায় নগরীর বন্দর বোট ক্লাবে হালিশহর মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ের অন্যতম সংগঠন “বন্ধু মহল ৯০- ৯১” এর আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
২৪শে ডিসেম্বর মঙ্গলবার বিকেলে , চট্টগ্রাম নগরীর বন্দর বোট ক্লাবে বন্ধুমহল 90-91 এর মিলন মেলায় আমন্ত্রিত অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব নাজিমুর রহমান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নবনির্বাচিত প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক এম এ আজিজ, বিদ্যালয়ের ওমা সংগঠনের আহবায়ক, ইঞ্জিনিয়ার এস এম এ আজিম, সদস্য সচিব শওকত আকবর, ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আসলাম হোসেন।
বন্ধুমহলের আহবায়ক আলহাজ্ব লায়ন শাহজাহান শরীফের সভাপতিত্বে ও সদস্য সচিব মো: তাজ উদ্দিন ও সাংবাদিক মুহাম্মদ মহিউদ্দিনের যৌথ সঞ্চালনায়, অনুভূতি ব্যক্ত করেন,স্কুলের সাবেক প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ আবুল মনছুর, নগর বিএনপি সদস্য হানিফ সওদাগর অনুষ্ঠানের কো- চেয়ারম্যান শারাফাত আলী রিসার্ড, মনছুর আহমদ তুষার, শাহিদুল ইসলাম, সালাউদ্দিন ইউসুফ রাসেল সহ আরো অনেকেই।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :