AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার


চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা এলাকায় থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি রিভলভার ও ১৬ রাউন্ড গুলি পাওয়া যায়।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত কাস্টম একাডেমীর পেছনে ধোপপোল ব্রিজ সংলগ্ন খালের পাড় থেকে এ অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর চট্টগ্রাম নগরে উল্লাস করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এসময় বিভিন্ন পুলিশি স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

এছাড়াও দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগের মধ্যে নগরীর কোতোয়ালী, পাহাড়তলী, পতেঙ্গা, ইপিজেডসহ বেশ কয়েকটি থানায় অগ্নিসংযোগ ও ব্যাপক অস্ত্র-গোলাবারুদ লুটপাট হয়।

পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আজাদ বলেন, আমরা ঘোষণা দিয়েছিলাম থানায় থেকে লুট হওয়া অস্ত্র ফেরত দিতে ভয় লাগলে কোথাও ফেলে রেখে আমাদের খবর দিলে আমরা উদ্ধার করবো। সেই অনুযায়ী আমরা গোপন সংবাদের ভিত্তিতে একটি খালের পাড় থেকে দুটি রিভলবার ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছি।

 

একুশে সংবাদ/এনএস

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!