জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে খাদ্য গুদাম চত্বরে ২০২৪-২৫ অর্থবছরের আমন মৌসুমে এ ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল।
খাদ্য গুদাম অফিস জানায়, এবার কৃষকদের কাছ থেকে ৩৩ টাকা কেজি দরে ১ হাজার ১৪ মেট্রিক টন ধান এবং মিলারদের কাছ থেকে ৪৭ টাকা কেজি দরে মিলারদের কাছ থেকে ৩৩ টাকা কেজি দরে ৬শ ৭৪ মেট্রিক চাল সংগ্রহ করা হবে। তবে একজন কৃষক ও ডিলার সর্বোচ্চ ৩টন ধান ও চাল দিতে পারবে।
এ সময় সরিষাবাড়ী উপজেলা খাদ্য কর্মকর্তা বুলবুল আহাম্মেদ, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আশিসুল ইসলাম ও ডিলার আনোয়ার উস ছাদাত লাঞ্জু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :