গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কাঞ্চনপুর খেলার মাঠে চাপাইর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চাপাইর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সাইদুর রহমান সবুর এর সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটি কৃষক দলের সহ সভাপতি আ. ন.ম খলিলুর রহমান ইব্রাহিম, কালিয়াকৈর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান খোকন ।
চাপাইর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল হাশেম মাষ্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুজ্জামান শিপলু বকর্সী, উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম মাহবুব, উপজেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দীন, আটাবহ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বাছেদ মাষ্টার সহ চাপাইর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষকদল, প্রজন্ম দল, ছাত্রদলের নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদা/বিএইচ
আপনার মতামত লিখুন :