ময়মনসিংহের নান্দাইলে পারভেজ মিয়া নামের এক যুবকের দ্বিতীয় স্ত্রীর লাশ নান্দাইল হাসপাতালে রেখে পালানোর ঘটনায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে নিহত রিমা আক্তারের ভাই মীর আলম আবদার বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
এদিকে এঘটনায় পারভেজ মিয়ার প্রথম স্ত্রী ঝুমা আক্তার ও সোহেল মিয়াকে গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।
হত্যা মামলার আসামীরা হলেন- নিহত রিমা আক্তারের স্বামী পারভেজ মিয়া (৩০), সতীন ঝুমা আক্তার(২৫), সোহেল মিয়া (২৯), ফাইজুল মিয়া (৫৫), সবুজ মিয়া(৪২) ও সুকতারা (৩২)।
জানা গেছে পারভেজ মিয়া গত তিন মাস আগে আদালতে অ্যাফিডেভিটের মাধ্যমে স্কুল পড়ুয়া ছাত্রী রিমা আক্তারকে বিয়ে করে। পারভেজের প্রথম স্ত্রী রয়েছে রিমা আক্তার এমন বিষয়টি জানতে পারলে দুজনের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়।
গত বুধবার (২৫ডিসেম্বর) সকালে অচেতন অবস্থায় পারভেজ রিমা আক্তার কে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষার পরে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত ঘোষণা করলে লাশ রেখে পালিয়ে যায় স্বামী পারভেজ।
নিহত রিমা আক্তার আচারগাঁও ইউনিয়ন কোনাডাংগর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহমেদ বলেন- রিমা আক্তারের মৃত্যুর ঘটনায় তার ভাই বাদী হয়ে নান্দাইল মডেল থানায় ৬ জনের নামে হত্যা মামলা দায়ের করেছে। এঘটনায় দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :