AB Bank
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরাইলে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, হুমকির মুখে ফসলি জমি


সরাইলে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, হুমকির মুখে ফসলি জমি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলছে। এ বালু উত্তোলনের ফলে আশেপাশের ফসলি জমি হুমকিতে রয়েছে বলে স্থানীয়দের দাবি। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুড়াহাঁটি এলাকার হাসনা বিলে এমন চিত্র চোখে পড়ে। এ ছাড়া ড্রেজার মেশিন দিয়ে মাটি বা বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে ফসলি জমি ভরাট করা হচ্ছে। এর ফলে দিন দিন কমে যাচ্ছে এখানকার ফসল উৎপাদনের জমি।

স্থানীয়দের অভিযোগ, ফসলি জমি থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছেন উপজেলার নোয়াগাও ইউনিয়নের বাড়িউড়া গ্রামের মোহাম্মদ শুবা মিয়া ছেলে শাহজাহান। এর প্রতিবাদ করলে তাদের বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে অবাধে বালু উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। 

সরেজমিন দেখা যায়, সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুড়াহাটি এলাকার হাসনা বিলে ফসলি জমিতে

ড্রেজার মেশিন বসিয়ে প্রকাশ্যে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলন করে তা পাইপের মাধ্যমে আশপাশের এলাকাগুলোর খালি জায়গাসহ বাড়িঘর তৈরির জন্য ভরাট করা হচ্ছে। এছাড়া কোদালের মাধ্যমে মাটি কেটে তা ট্রাক্টর-ট্রলি দিয়ে এলাকার বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এতে নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তাঘাট। 

এ ব্যাপারে ড্রেজার ব্যবসায়ী শাহজাহান সাথে কথা বললে তিনি জানান, স্থানীয় লোকজন বাড়ি-ঘর করবে আমাকে ধরেছে তাদের মাটি লাগবে। এই সুবাদে আমার নিজের ড্রেজার, আমার নিজের জমি। আমি ডিসি সাহেবকে অবগত করে রেখেছি, এসিল্যান্ড কে অবগত করে রেখেছি। ভূমি অফিসে কাগজ পত্র দিয়ে সব কিছুই করে রেখেছি। এ বিষয়ে সব কাগজপত্র দেখতে চাইলে তিনি কোনো কিছুই দেখাতে পারেন নাই। 

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসাইনকে বিষয়টি অবগত করলে তিনি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!