AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সিলেট
০৮:৪৯ পিএম, ২৬ ডিসেম্বর, ২০২৪
ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

ভারতীয় খাসিয়ার গুলিতে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশকারী মো. মারুফ মিয়া (১৬) নামে এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৮২/৭-এস থেকে আনুমানিক ৬০ গজ ভারতের অভ্যন্তরে মো. মারুফ মিয়া (১৬) নামে এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে।

জানা যায়, জৈন্তাপুর উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে মো. মারুফ মিয়াসহ আরও কয়েকজন ভারতের অভ্যন্তরে খাসিয়াদের সুপারিবাগান এলাকায় ঢোকে। তাদের মধ‍্যে দ্বন্দ্বের এক পর্যায়ে ভারতীয় খাসিয়া নাগরিক একনলা গাঁদা বন্দুক দিয়ে গুলি করে। এতে মারুফ মিয়া গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে তার সঙ্গে থাকা অন‍্যরা মারুফকে আহত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসে। তার পরিবার তাকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। হাসপাতালে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়েন্দা সূত্রে ফায়ারের ঘটনা জানার সঙ্গে সঙ্গে দেড় কিমি দূরে ১২৮৫ পিলারের কাছে থাকা বিজিবি টহলদল দ্রুত ঘটনাস্থলে যায়। বিজিবি’র মিনাটিলা বিওপি তাৎক্ষণিকভাবে বিএসএফ রংটিলা বিওপিকে প্রতিবাদ জানানো হয়।

এ ব্যাপারে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে বিকেলে পতাকা বৈঠক করে প্রতিবাদলিপি পাঠানো হয়। উক্ত ভারতীয় নাগরিককে দ্রুত আইনের আওতায় আনার জন‍্য জোরালোভাবে বলা হয়।

এ বিষয়ে অধিনায়ক ৪৮ বিজিবি ভারতীয় ৪ বিএসএফের কমান্ড্যান্টের সঙ্গে আলোচনা করেন এবং অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব‍্যবস্থা গ্রহণের জন‍্য বলেন।
 

একুশে সংবাদ/এনএস

Link copied!