বড় পরিবর্তন এসেছে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কোটচাঁদপুরের কার্যনির্বাহীর উপকমিটিতে। সভাপতি আর সিনিয়র সহসভাপতি পদে নতুন মুখ দিয়ে গঠিত হয়েছে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি। কমিটিতে বরকত আলীকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।
জানা যায়, বড় দুইটি পদে পরিবর্তন এনে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কোটচাঁদপুরের কার্যনির্বাহীর উপকমিটি গঠিত হয়েছে। ১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত করা হয়েছে কোটচাঁদপুরের বর্ণ ড্রাগ হাউজের মালিক বরকত আলীকে। এ ছাড়া কমিটিতে আরো একটি নতুন মুখ যোগ হয়েছে। তিনি হলেন কোটচাঁদপুরের আমাদের ফার্মার মালিক হুমায়ুন কবির।
ওই কমিটির আরো যারা নির্বাচিত হয়েছেন, তাঁর মধ্যে রয়েছেন,সহসভাপতি হাসানুজ্জামান (ডাবলু),শফিকুল ইসলাম,কার্যনির্বাহী কমিটির সদস্য সোহরাব হোসেন, কামরুজ্জামান খান (খোকন), হাসানুজ্জামান( হাসান),মালিক তবিবুর রহমান(বিপুল),মশিয়ার রহমান, সৌমিত্র সরকার(রনি),ইউসুফ আলী (মিলন),নিয়ামুল ইসলাম, ইলিয়াস গনি,বোরহান কবির (ইমন),নুরুল ইসলাম (শান্তি), ইকবাল ফারুক, রবিউল ইসলাম।
জেলা কমিটি তিন মাসের জন্য এই কমিটির অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন কমিটির নবনির্বাচিত সভাপতি বরকত আলী। তিনি বলেন,জেলাড এ কমিটি কয়েক দিন আগে গঠন করা হয়। তবে কমিটির অনুমোদন দিয়েছেন বৃহস্পতিবার রাতে।
এ দিকে নতুন কমিটি গঠনের খবরে কোটচাঁদপুরের ফার্মেসী মালিকরা তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। আশা প্রকাশ করেছেন ভাল ভাবে কাজ করে এ কমিটির ধারাবাহিকতা ধরে রাখার।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :