“সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে নান্দাইল ডায়াবেটিক সমিতির ৫ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় নান্দাইল ডায়াবেটিক সমিতি কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
নান্দাইল ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. মতিউর রহমান ভুইঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড.হাবিবুর রহমান ফকিরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.ফয়জুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমিতার সহসভাপতি স্বাস্থ্য বিভাগের সাবেক উপপরিচালক ডা.মো.তাজুল ইসলাম খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর ভাট, সমাজসেবা অফিসার ইনসান আলী, বীরমুক্তিযোদ্বা মাজহারুল হক ফকির প্রমুখ।
সভার শুরুতেই সমিতির সভাপতি ডা.মতিউর রহমান ভুইঞা স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর সমিতির সাধারণ সম্পাদক এড. হাবিবুর রহমান ফকির এবং কোষাধ্যক্ষ স্বপন কুমার সাহা ২০২৩-২৪ অর্থবছরের প্রতিবেদন পড়ে শোনান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :