AB Bank
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ থেকে সান্তাহার বেনীমাধব আশ্রমে হরিবাসর শুরু


Ekushey Sangbad
পবিত্র কুমার, বগুড়া
০৬:৫৪ পিএম, ২৯ ডিসেম্বর, ২০২৪
আজ থেকে সান্তাহার বেনীমাধব আশ্রমে হরিবাসর শুরু

আজ ৩০ ডিসেম্বর ২০২৪ সোমবার শুভ অধিবাসের মধ্য দিয়ে দেশ মার্তৃকার শুভ কল্যান ও বিশ্ব শান্তি কল্পে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের করসা রথবাড়ী শ্রীশ্রী বেনীমাধব আশ্রমে ২০৩ তম তিরোধাম উপলক্ষে ১৬ প্রহর ব্যাপী শ্রীশ্রী রাধাগোবিন্দের লীলারস কীর্তন শুরু হবে। 

সোমবার সন্ধ্যায় শ্রীমদভগবদগীতা পাঠ, গঙ্গা আহবান, মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস হবে। পরদিন ৩১ ডিসেম্বর, মঙ্গলবার ও ১ জানুয়ারী/২০২৫, বুধবার ১৬ প্রহর (২দিন) ব্যাপী শ্রীশ্রী রাধাগোবিন্দের লীলারস কীর্তন এবং ২ জানুয়ারী ২০২৫ বৃহস্পতিবার কুঞ্জভঙ্গ অন্তে মধ্যাহ্নে শ্রীশ্রী মহাপ্রভুর ভোগ আরতী, ভোগদর্শন ও মহাপ্রসাদ বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। 

হরিনাম যজ্ঞঅনুষ্ঠানে কীর্তন পরিবেশন করবেন-মাধবচার্য্য সম্প্রদায় গাইবান্ধার শ্রী মনোরঞ্জন গোসাম্বী, নব-নিত্যানন্দ সম্প্রদায় সাতক্ষীরা‍‍`র কুমারী আশালতা মন্ডল, রাধাগোবিন্দ সম্প্রদায়  লালমনিরহাট এর শ্রীমতি রত্না রানী রায়, শ্রীশ্রী দ্বীপান্বিতা সম্প্রদায় লালমনিরহাট এর শ্রী অরবিন্দ চন্দ্র বর্মন। 

উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা বলেন, ১৬ প্রহরব্যাপী হরিনাম যজ্ঞের সকল আয়োজন ইতিমধ্যে সম্পন্ন। সকল ভক্তবৃন্দদের অধমদের এ দীন আয়োজনে চরনধূলী দানে উৎসব অঙ্গন সার্থক ও বিশ্বের সকল প্রাণীর মঙ্গল হোক এই আহবান করছি। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!