লালপুরে ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ১০০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে সোয়েটার বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) উপজেলার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান-এর সহধর্মীনী জেএলআর ট্রাস্ট্রের ট্রাস্টি মিসেস সেলিনা মোস্তফা সোয়েটার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়টির প্রধান শিক্ষক সিমানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- লালপুর উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল খাঁ, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান সরকার, ইসমাইল হোসেন, আসলাম উদ্দীন, দুলাল উদ্দীন, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দীন, সহ-সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান সহ বিভিন্ন সূধীজন উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :