AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যনগরে কাইল্যানী হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ উদ্বোধন


মধ্যনগরে কাইল্যানী হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ উদ্বোধন

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কাবিটা প্রকল্পের ফসল রক্ষায় ক্ষতিগ্রস্ত বাঁধের মেরামতের কাজ উদ্ভোদন করা হয়েছে। উপজেলা মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চামরদানী ইউনিয়নের কাইল্যানী চিরকুলী হাওরাংশে, কাইল্যানী হাওরের ১৬ নং উপ প্রকল্পের ২ কিলোমিটার দর্ঘ্যের  ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।


সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে চিরকুলীর বোরো ফসল রক্ষার ক্ষতিগ্রস্হ বাঁধের মেরামতের কাজ শুরু হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিভাগ (১) পাউবো কতৃক ২২ লাখ ৪৯ হাজার ৪ শত ৭৫ টাকা বরাদ্দের বাঁধ নির্মাণ করার লক্ষে উদ্ভোদন করেন। প্রকল্প পিআইসি কমিটির সভাপতি কৃষক মোঃ রাব্বি মিয়া, সদস্য সচিব কৃষক মোঃ ফরিদ মিয়া, সদস্য কৃষক মোঃ তাজউদ্দীন, কৃষক  মোঃ শামসুল হক,কৃষক মোঃ সাইফুল মিয়া, কৃষক মোঃ রাহুল মিয়া। বাংলাদেশ পানি উন্নয়ন পাউবো‍‍` কতৃক ফসল রক্ষায়, ডুবন্ত বাঁধের ভাঙ্গা বন্ধকরণ ও সংষ্কার কাজের, কাইলানী হাওর উপ প্রকল্পের কাজ করতে, উপকরণ হিসেবে  এস্কেভেটর ও লড়ির মাধ্যমে মাটি বরাট কাজের সূচনা করেন এই কমিটি।  প্রকল্পের (পিআইসি‍‍`র) সভাপতি মোঃ রাব্বি মিয়া বলেন, আমরা যথাযথ চেষ্টা করবো নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে।

পানি উন্নয়ন বোর্ড এর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নুরে আলম নাহিদ বলেন, উপজেলার ৩৪ টি প্রকল্পের সবকটি ওয়ার্কার সিডিউল দেওয়া হয়েছে, এর মধ্যে ২০ টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সব কটি প্রকল্পের কাজ শুরু হবে, এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করবো।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!