AB Bank
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাঙ্গুনিয়ায় জেলেরা মা মাছ ধরা থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন ইউএনও


রাঙ্গুনিয়ায় জেলেরা মা মাছ ধরা থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন ইউএনও

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান  বলেছেন," প্রজনন সময়ে মা মাছকে ডিম ছাড়ার জন্য সুযোগ করে দিতে হবে।  জেলেরা মা মাছ ধরা থেকে বিরত থাকে, এটাকে যদি পূন্য মনে করে, দেশ সেবা মনে করে, তাহলে  মাছের প্রজনন বাড়বে।  জাতীয় সম্পদ রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।


সোমবার (৩০ ডিসেম্বর)  সকালে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে "হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষে অংশীজনের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ সেমিনারে প্রধান অতিথি‍‍`র বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী‍‍`র সভাপতিত্বে সেমিনারে রিসোর্স পারসন ছিলেন চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) এর উপ প্রকল্প পরিচালক তৌফিক হাসান কবির।


রাঙ্গুনিয়া উপজেলা মৎস্য দপ্তরের মাঠ সহকারী মো. ওবাইদুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস,চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প(২য় পর্যায়) এর সহকারী হ্যাচারী অফিসার মো. আবুল কালাম আজাদ । জেলেদের মধ্যে বক্তব্য দেন গৌরপদ  জলদাশ, শৈলশ্বর দে প্রমুখ।


একুশে সংবাদ///র.ন

Link copied!