AB Bank
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুর বাস মালিক সমিতির সভাপতিকে হত্যাচেষ্টা


ফরিদপুর বাস মালিক সমিতির সভাপতিকে হত্যাচেষ্টা

ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মো. কামরুল ইসলাম সিদ্দিকীর (৫০) ওপর হত্যাচেষ্টার ঘটনায়  ২ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এসময় আটক ব্যক্তিদের কাছ থেকে   উদ্ধার করেছে রামদাসহ ধারালো অস্ত্র।


সোমবার (৩০ ডিসেম্বর) রাত ৮ টার দিকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান। এর আগে সন্ধ্যায় শহরের গোয়ালচামটস্থ মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আটকরা হলেন- শহরের রঘুনন্দনপুরের সাত্তার শেখের ছেলে রিপন শেখ এবং রথখোলা এলাকার রাশেদ হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার।

জানা যায়, সন্ধ্যায় মডেল মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বের হওয়া মাত্রই কামরুল ইসলাম সিদ্দিকীকে চার থেকে পাঁচ জন মাফলার দিয়ে গলা পেঁচিয়ে ফেলে। বিষয়টি দেখতে পেয়ে রেজাউল করিম সজল নামে এক ব্যক্তি ঠেকানোর চেষ্টা করলে তাকে রাম দা দিয়ে আঘাত করা হয়। পরে মরিচের গুড়া ছিটিয়ে দিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে হামলাকারীরা। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে রিপন শেখ নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে দেন। সোহাগ হাওলাদার নামে আরো এক জনকে আটক করা হয়।


আহত ব্যক্তি রেজাউল করিম সজল বলেন, মাগরিবের নামাজ শেষ করে হঠাৎ করেই দেখি ওনাকে (কামরুল ইসলাম) মাফলার দিয়ে গলা পেঁচিয়ে ফেলেছে। তখন আমি ঠেকানোর চেষ্টা করলে ওরা মরিচের গুড়া ছিটিয়ে দেয়। এরপরই রামদা দিয়ে কোপ দিতে গেলে আমি ধরে ফেলি। তখন আমার হাতের কনুইয়ের অংশ কেটে যায়।


ঘটনার পর হামলার শিকার কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, হামলাকারীদের মধ্যে চার জনকে চিনতে পেরেছি। রাজনৈতিক কারণে আমার ওপর এই হামলা হয়েছে। সভাপতি হওয়ার পর থেকে আমি বাসস্ট্যান্ড কেন্দ্রিক চাঁদাবাজি বন্ধের চেষ্টা চালিয়ে আসছি। এতে ওরা আরও ক্ষিপ্ত হয়ে আজ এ ঘটনা ঘটায়। এর আগেও চক্রটি আমাকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছিল। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, সন্ধ্যার পরেই বিষয়টি আমি জানতে পারি। তখন পুলিশ পাঠানো হলে স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে দেয়। পরবর্তীতে আরও একজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে রাতেই মামলা হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।


একুশে সংবাদ//জা.নি//র.ন

Link copied!