AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ও ককটেল বিস্ফোরণ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কুমিল্লা
১১:১২ পিএম, ৩ জানুয়ারি, ২০২৫
প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ও ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের সদস্যরা অস্ত্রের মহড়া দিয়েছে, যা মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকায় অবস্থিত ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখার পাশে রানীর দিঘীর পাড়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানিয়েছেন, কিশোর গ্যাংয়ের প্রকাশ্যে অস্ত্রের মহড়ার বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লার কিশোর গ্যাং রতন গ্রুপের ২৫-৩০ জন সদস্য চাপাতি, চাইনিজ কুড়াল এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রানীর দিঘীর পাড় এলাকায় মহড়া চালায়। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, এবং স্থানীয়রা দিক-বিদিক ছুটোছুটি শুরু করে। মহড়ার এক পর্যায়ে তারা ২টি ককটেল বিস্ফোরণ ঘটায়। ধারণা করা হচ্ছে, নিজেদের প্রভাব বিস্তার করার উদ্দেশ্যেই এভাবে মহড়া দিয়েছে তারা।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে গ্যাং সদস্যরা পালিয়ে যায়। পরে সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন। তবে রাত ৮টা পর্যন্ত এ ঘটনায় কেউ আটক হয়নি বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে কিশোর গ্যাং রতন গ্রুপের সদস্যরা দৌড়ে চর্থা এলাকার দিকে পালিয়ে যায়। পরে পুলিশের সঙ্গে যৌথবাহিনী নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, কিশোর গ্যাং রতন গ্রুপ নগরীতে অস্ত্রের মহড়া চালিয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। ওসি বলেন, "আমরা তাদের ধরতে ইপিজেড এলাকা পর্যন্ত ধাওয়া করেছি এবং অভিযান অব্যাহত রয়েছে।"

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, "এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি, যাতে দোষীদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়।"

 

একুশে সংবাদ/এনএস

Link copied!