AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্ত্রের মুখে জিম্মি করে বাউফলে ব্যবসায়ীকে অপহরণ


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
১০:৫৬ এএম, ৪ জানুয়ারি, ২০২৫
অস্ত্রের মুখে জিম্মি করে বাউফলে ব্যবসায়ীকে অপহরণ

শিবু বনিক (৭৫) নামের এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে গেছে। এ সময় দোকান থেকে নগদ পাঁচ লক্ষাধিক টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকায় এঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, শিবু বনিক কালাইয়া বন্দরের একজন বড় ব্যবসায়ী। তিনি চাল, ডাল, আটাসহ বিভিন্ন পণ্যের পাইকারি বিক্রেতা।


শিবু বনিক শুক্রবার রাতে দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। রাত সোয়া ১০টার দিকে ৮/১০ জনের একটি মুখোশধারী দল দোকানে ঢুকে অস্ত্রের মুখে জিমিা করে শিবু বনিক (৭৫) কর্মচারী শংকর (৩৪) ও তাপস (৩৫) নামে দুই বেঁধে ফেলে দুর্বৃত্তরা। পরে তারা দোকানের ক্যাশে থাকা পাঁচ লক্ষাধিক টাকা লুট করে শিবু বনিককে বেঁধে ট্রলারে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়।


এখবর ছড়িয়ে পড়লে কালাইয়া বন্দরের পাঁচ শতাধিক ব্যবসায়ী আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা শিবু বনিককে দ্রুত উদ্ধারের দাবি জানান। এবিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবং শিবু বনিককে উদ্ধারের চেষ্টা চলছে।

 


একুশে সংবাদ////র.ন

Link copied!