AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে মিছিল নিয়ে থানায় জামায়াতের নেতা-কর্মীরা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,গাজীপুর
১১:৫৯ এএম, ৪ জানুয়ারি, ২০২৫
আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে মিছিল নিয়ে থানায় জামায়াতের নেতা-কর্মীরা

গাজীপুরে আওয়ামী লীগের এক নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। এ সময় তাঁরা জয়দেবপুর থানাকে ঘেরাও করে রাখেন। শুক্রবার রাত ৮টার পর সদর উপজেলার জয়দেবপুর থানায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল শিকদারকে (৩৮) পুলিশ আটক করে। তিনি স্থানীয় মৃত নুরুল হকের ছেলে। শফিকুলের আটকের পরপরই শতাধিক জামায়াতে ইসলামীর নেতা-কর্মী থানার মূল ফটকের সামনে জড়ো হয়ে অবস্থান নেন। সেখানে তাঁরা বিভিন্ন স্লোগান দেন এবং বিক্ষোভ করে থানাকে ঘেরাও করে রাখেন। তবে পুলিশ ও জামায়াতে ইসলামীর নেতারা থানার ঘেরাওয়ের বিষয়টি অস্বীকার করেছেন।

সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল বারী থানার সামনে উপস্থিত হয়ে বলেন, ‘প্রত্যেক নাগরিকের দল করার অধিকার রয়েছে। দল করার কারণে কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় এনে নির্যাতন করা উচিত নয়। দেশের স্বাধীনতার জন্য ছাত্র-জনতা রক্ত দিয়েছে, যাতে প্রত্যেক নাগরিক নির্বিঘ্নে জীবনযাপন করতে পারে। আমাদের দাবি, এই ধরনের অন্যায় বন্ধ করতে হবে।’

গাজীপুর জেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ‘শফিকুল শিকদার ২০১৮ সালের আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে ২০১৮ সালের পর থেকে তিনি আর আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। পরবর্তীতে তিনি জামায়াতের ফরম পূরণ করে আমাদের দলে যোগ দেন এবং রাজনীতিতে সক্রিয় হন।’

গাজীপুর জেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দাবি করেন, ‘অন্য একটি দলের নেতারা শফিকুল শিকদারকে তাদের দলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। তবে তিনি তাতে রাজি না হওয়ায় প্রতিশোধপরায়ণ হয়ে তাঁকে পুলিশে ধরিয়ে দিয়েছেন। এ কারণেই তাঁর বিষয়ে আলোচনা করতে জামায়াতের স্থানীয় নেতারা থানায় গিয়েছেন।’

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ‘ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে শফিকুল শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এ সময় জামায়াতের নেতা-কর্মীরা থানার সামনে জড়ো হয়ে তাঁকে নিজেদের কর্মী হিসেবে দাবি করেন।’

২০২৩ সালের ৮ সেপ্টেম্বর গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও তিন যুগ্ম আহ্বায়কের স্বাক্ষরিত এবং অনুমোদিত মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে শফিকুল শিকদারের নাম ২৩ নম্বর ক্রমিকে রয়েছে বলে জানা গেছে।
 

একুশে সংবাদ/এনএস

Link copied!