AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় হত্যা মামলার আসামী গ্রাম পুলিশের মারপিটে এক নারী আহত


মান্দায় হত্যা মামলার আসামী গ্রাম পুলিশের মারপিটে  এক নারী আহত

নওগাঁর মান্দায় হত্যা মামলার আসামী গ্রাম পুলিশের মারপিটে এক নারী আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গণেশপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের উত্তর পাড়ায়।আজ শনিবার সকালে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সৈয়দপুর গ্রামের উত্তর পাড়ার হোসেন আলীর স্ত্রী ভূক্তভোগী বিলকিস জানান, একই গ্রামের আবু সাইদের ছেলে একজন বরখাস্তকৃত গ্রাম পুলিশ। 

বিগত সময়ে গণেশপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনী সহিংসতায় শ্রীরামপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ছেলে রানা হত্যা মামলার আসামী হওয়ার পর  থেকে তিনি বরখাস্ত অবস্থায় রয়েছেন। এরপরেও তিনি বিভিন্ন প্রলোভনে আমিসহ আমাদের অত্র এলাকার বেশ কিছু অসহায় নারীকে ফ্যামিলি কার্ডের ১১ শত টাকা প্যাকেজ মূল্যের টিসিবি পন্য সামগ্রী ( ৫ কেজি চাল,১ কেজি ডাল,১ কেজি আটা,১ কেজি চিনি,আধা কেজি হুইল এবং ৩টি ভিম সাবান) এনে দেওয়ার কথা বলে গত প্রায় ৩ মাস পূর্বে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। অথচ, এখন পর্যন্ত কোন পন্য সামগ্রী না দিয়ে বিভিন্নভাবে তালবাহানা করছেন। এমতাবস্থায় শুক্রবার সকালে তার কাছে টাকাগুলো ফেরত চাওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে তিনি আমার উপর অতর্কিতভাবে হামলা চালান। এতে আমি মারাত্মকভাবে আহত হয়েছি। বর্তমানে আমি মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছি।  আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এবিষয়ে জানার জন্য আমিনুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়ার পরেও তিনি তার ফোনটি রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি।

এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, বিষয়টি অবগত নয়। তবে,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে অপরাধী যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।
 

একুশে সংবাদ/ এস কে
 

Link copied!