AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত


Ekushey Sangbad
পত্নীতলা প্রতিনিধি, নওগাঁ
০৬:২৩ পিএম, ৪ জানুয়ারি, ২০২৫
পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ এর ফাইনাল ম্যাচে সিরাজগঞ্জকে হারিয়ে জয়পুরহাট জেলা দল বিজয়ী হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) নজিপুর পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল এবং অঙ্গসংগঠনের আয়োজনে নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর পাবলিক মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সাবেক এমপি সামসুজ্জোহা খাঁন (জোহা)। 

এ সময় আরো উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা মহিলা দলের সভানেত্রী সামিনা পারভীন, উপজেলা বিএনপির আহবায়ক আক্কাস আলী, উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, বিএনপি নেতা রফিকুল ইসলাম লিটন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বায়োজিদ রায়হান শাহীন, নজিপুর পৌর বিএনপির অন্যতম নেতা ও খেলার আয়োজক কমিটির পরিচালক এ.জেড মিজান, থানা যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম (সাহেব), নজিপুর পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল কাদের, পত্নীতলা থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক সাদ্দাম হোসেন, পত্নীতলা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহির হোসেন শিপু, পত্নীতলা থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক নাজমুল ইসলাম, পত্নীতলা থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক বাবলু, পত্নীতলা থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক, রফিকুল ইসলাম প্রমুখ। 

এসময় পত্নীতলা-ধামইরহাট উপজেলা বিএনপির নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন। খেলায় প্রায় ১৫ হাজার ফুটবল প্রেমী দর্শক খেলাটি উপভোগ করে। খেলা শেষে অতিথিরা বিজয়ী (১২৫ সিসি মোটরসাইকেল) ও পরাজিত দলের (১০০ সিসি মোটরসাইকেল) মাঝে পুরস্কার তুলে দেন। পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!