AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শীতবস্ত্র বিতরণ নিয়ে বিএনপির দু‍‍`গ্রুপের সংঘর্ষ, আহত ১০


Ekushey Sangbad
সারোয়ার হোসেন, তানোর, রাজশাহী
০৮:৩৮ পিএম, ৪ জানুয়ারি, ২০২৫
শীতবস্ত্র বিতরণ নিয়ে বিএনপির দু‍‍`গ্রুপের সংঘর্ষ, আহত ১০

শীতবস্ত্র বিতরণ নিয়ে রাজশাহীর তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উপজেলা বিএনপির সদস্য সচিবসহ উভয় গ্রুপের অনন্ত ১০ জন আহত হয়েছেন। শনিবার( ৪ জানুয়ারী) বিকেলে উপজেলার কামারগাঁ ইউপির ভবানিপুর মাদ্রাসা মাঠে বিএনপি নেতা অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে, আহতদের মধ্যে দু’জনের নাম পরিচয় পাওয়া গেছে। অন্যদের সম্ভব হয়নি।


দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি সুলতানুল ইসলাম তারেকের পক্ষে তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব সামশুল ইসলাম ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ওবাইদুর রহমান তাদের নেতাকর্মীদের নিয়ে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য পূর্ব ঘোষিত ভবানিপুর মাদ্রাসা মাঠে সভাস্থলে উপস্থিত হন। পরে বিএনপি নেতা মান্নান মেম্বার ও সুলতানের নেতৃত্বে তাদের অনুষ্ঠান পন্ড করার পরিকল্পনা করা হয়।


এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব সামশুল ইসলাম ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ওবাইদুর রহমান প্রতিবাদ করেন। পরে উভয়ের গ্রুপের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে হামলা ও পাল্টা হামলায় রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।


এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, এমন ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি নিয়ে কোনো পক্ষ অভিযোগ করেননি। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত ও পুলিশের অনুকূলে রয়েছে বলে জানান ওসি।

 

একুশে সংবাদ////র.ন

Link copied!