জুলাই বিপ্লবে আন্দোলনকারীদের মূল্যায়ন না করার অভিযোগ এনে নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটির ১২৫ জন সদস্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
সোমবার (৬ জানুয়ারি) বিকেলে শহরের মাদরাসা মোড়ের স্বাধীনতা চত্বরে তারা এই পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারীরা অভিযোগ করেছেন, ছাত্র আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তাদের কমিটিতে যথাযথ মূল্যায়ন করা হয়নি। এ সময় তারা বর্তমান কমিটি দ্রুত ভেঙে নতুন কমিটি গঠনের আহ্বান জানান।
নতুন কমিটির যুগ্ম সদস্য সচিব শেখ ওবায়দুল্লাহ মীম জানান, নতুন কমিটির বড়াইগ্রাম, গুরুদাসপুর এবং বাগাতিপাড়া উপজেলার সদস্যরা পদত্যাগ করেছেন। এছাড়া নাটোর সদর, সিংড়া ও নলডাঙ্গা উপজেলার বেশ কিছু সদস্যও পদত্যাগ করেছেন। সব মিলিয়ে নতুন কমিটির ১২৫ জন সদস্য পদত্যাগ করেছেন।
উল্লেখ্য, এর আগে, গত রোববার রাতে ২৬৬ সদস্যের ছয় মাস মেয়াদী জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :