মাদক বিরোধী অভিযানে কালীগঞ্জে এক নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও চোলাইমদসহ আটক করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারী) রাতে উপজেলার মোক্তারপুর ও নাগরী ইউনিয়নে পুলিশ অভিযান চালায়। অভিযানে মোক্তারপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকট হতে মোক্তারপুর গ্রামের আলী নেওয়াজের পূত্র মো. আরিফুল ইসলাম (২৬), হেমায়েত উদ্দিনের পূত্র আল আমিন (২৮) এবং নাগরী ইউনিয়নের কেটুন এলাকা হতে লিটন পালের স্ত্রী স্বপ্না রানী পালকে (২৭) মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় আটক করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করে উপজেলার মোক্তারপুর এলাকার মো. আরিফুল ইসলামের কাছ ৩০ পিস ইয়াবা, আল আমিন কাছ থেকে ৫ পিস ইয়াবা এবং স্বপ্না রানী পালের কাছ থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
অভিযোগ রয়েছে তারা উভয়ে এলাকায় দীর্ঘদিন যাবৎ ধরে মাদক ব্যবসা করে আসছে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনির ১০(ক) এবং ৩৬ (১) সারনির ২৪(ক) ধারায় থানায় মামলা করা হয়েছে। মামলা নং ১৩ ও ১৪ তারিখ ৮/১/২৫ইং।
ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন প্রতিবেদককে বলেন, অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :