AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সীমান্তে শীতার্ত মানুষের মাঝে বিজিবি‍‍`র শীতবস্ত্র বিতরণ


সীমান্তে শীতার্ত মানুষের মাঝে বিজিবি‍‍`র শীতবস্ত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি।

বুধবার (৮ জানুয়ারি) বিকালে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর উদ্যোগে বিজয়নগর উপজেলার চাউরা কবি সানাউল হক কলেজ মাঠে সীমান্তবর্তী এলাকার ২ শতাধিক শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

শীতবস্তু বিতরণ অনুষ্ঠানে লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, বিজিওএম, পিএসসি, সিগন্যালস্, অধিনায়ক, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন- উপ-অধিনায়ক, কোয়ার্টার মাষ্টার, বিওপি কমান্ডার এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, বিজিবি বছরব্যাপী আর্ত মানবতার সেবায় অসহায় দুঃস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে বিজিবি সব সময় পাশে থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!