পটুয়াখালীর বাউফলে ১টি মাদরাসা ও ৩০টি পরিবারের রাস্তা আটকে চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রামের ৫নম্বর ওয়ার্ডের এ ঘটনা ঘটে। গত ২৫ দিন ধরে ওই রাস্তাটি অচলাবস্থার সৃষ্টি করা হয়েছে।
রাস্তাটি চালুর দাবিতে আজ বুধবার সকাল ১০টার দিকে মানববন্ধন করেছেন অবরুদ্ধ ওই শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কালাইয়া ইউনিয়নের বেপারি বাড়ি, মল্লিক বাড়ি এবং মুন্সিবাড়িসহ ৩-৪টি বাড়ির প্রায় ৩০টি পরিবারের সদস্যরা ওই রাস্তা দিয়ে চলাচল করে আসছিলো। প্রতিবেশী কবির মোল্লা নামের একব্যক্তি রাস্তাটি নিজের রেকর্ডীয় সম্পত্তি দাবি করে চলাচল বন্ধ করে কাঠের বলয় তৈরি করে বন্ধ করে দেয়। স্থানীয় সালিশগণের মাধ্যমে বিষয়টি মিমাংসার চেষ্টা করেও কোনো সুরাহা হয়নি।
সম্প্রতি রাস্তা দিয়ে স্থায়ীভাবে চলাচল বন্ধ করার জন্য ওই রাস্তার ওপর বসত ঘর, টয়লেট ও পাকের ঘর নির্মাণ কাজ শুরু করে অভিযুক্ত কবির মোল্লা। এতে স্থানীয়রা বাঁধা দেন।
রাস্তাটি খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেন স্থনীয়রা। একই রাস্তা দিয়ে চলাচল করেন কর্পূরকাঠি ইদ্রিসিয়া দাখিল মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধনে নারীসহ ওই মাদরাসার সাধারণ শিক্ষর্থীরাও অংশগ্রহণ করেন। রাস্তাটি গত ৫০বছর ধরে ব্যবহার করে আসছেন স্থানীয়রা।
এবিষয়ে অভিযুক্ত কবির মোল্লা বলেন, আমার রেকর্ডীয় জায়গায় আমি ঘর নির্মাণ করেছি। আমার নির্মাধীন ঘর তারা ভেঙ্গে ফেলেছে। আমি আইনের আশ্রয় নিয়েছি।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, এবিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। উভয় পক্ষের সমন্বয়ে রাস্তাটি দ্রুত খুলে দেয়ার ব্যবস্থা করতে চেষ্টা করে যাচ্ছি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :