সুনামগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাইদুল ইসলাম (২৩) নামে এক যুবক নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সময় বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম গামাইতলা গ্রামের বাসিন্দা মো. জয়নাল আবেদীনের ছেলে বলে জানা গেছে।
তবে নিহত সাইদুল ইসলামের পরিবারের দাবি, বুধবার সন্ধ্যার আগে সাইদুল ইসলাম গরু আনতে সীমান্ত এলাকায় যান এবং নো ম্যানস ল্যান্ডের কাছে পৌঁছালে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে সাইদুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন।
নিহত সাইদুল ইসলামের মামা মো. আখতার হোসেন জানান, গুলির শব্দ শুনে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সাইদুল ইসলামকে স্থানীয়দের সহায়তায় বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তবে সুনামগঞ্জ সদর হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিশ্বম্ভরপুর থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছিল, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। নিহতের বুকে ও কোমরের উপরিভাগে দুটি গুলির ক্ষত পাওয়া গেছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :