AB Bank
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে: সিইসি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,মৌলভিবাজার
০৪:৪৫ পিএম, ৯ জানুয়ারি, ২০২৫
এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগে নির্বাচনী কার্যক্রমে নিরপেক্ষতার অভাব ছিল। অফিসাররা কাজ করার সময় অনেক ক্ষেত্রে কাউকে বিশেষ সুবিধা দেওয়ার চাপের মুখে পড়তেন। যদি এই সুবিধা (ফেবার) না দেওয়া হতো, তাহলে তাদের চাকরি নিয়ে শঙ্কা তৈরি হতো। তবে এখন পরিস্থিতি বদলেছে। এখন কেউ ফেবার করতে গেলে বরং সমস্যা হতে পারে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন হলে ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এ কথা বলেন।

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এখন নির্বাচনী প্রক্রিয়ার পূর্বের অবস্থার পুরো উল্টো চিত্র। আগের মতো ভোটের অনিয়ম সহ্য করা হবে না। এবারের নির্বাচনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, "আমরা একটি সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। এতে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব নেই। আমাদের লক্ষ্য কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীকে ভোটে জয়ী করা কিংবা কাউকে হারানোর উদ্দেশ্যে কাজ করা নয়। আমরা সেই ধরনের কাজে নিযুক্ত হইনি। জনগণ যাকে ভোট দেবে, তারাই নির্বাচিত হবে—এটাই আমাদের প্রত্যাশা।"

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটার নিবন্ধনের জন্য বাড়ি বাড়ি যাওয়ার মূল উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করা। যারা ভোটারদের বাড়িতে যাবেন, তারা তাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেবেন—এবার আর আগের মতো ভোট হবে না।

তিনি বলেন, "এবার প্রত্যেক ভোটার তাদের নিজ ভোট নিজেই দিতে পারবেন। এই লক্ষ্য বাস্তবায়নে মানুষের মধ্যে সচেতনতা ও জাগরণ সৃষ্টি করতে হবে। নারী ভোটারসহ সব ভোটারদের ভোটকেন্দ্রে আসার জন্য নানা ধরনের প্রচার-প্রচারণা চালানো হবে।"

সিলেট অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান, উপপ্রধান ও প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন অফিসার মো. এমদাদুল হক ও বিশ্বনাথ উপজেলা নির্বাচন অফিসার স্বর্ণালী চক্রবর্তী। কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!