AB Bank
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধনবাড়ীতে ফসল রক্ষায় কাকতাড়ুয়া আর দেখা যায় না


ধনবাড়ীতে ফসল রক্ষায় কাকতাড়ুয়া আর দেখা যায় না

টাংগাইল জেলার ধনবাড়ী উপজেলার  কৃষি জমিতে বা ফসল রক্ষার এখন আর কাকতাড়ুয়া দেখা যায় না। দিন  পরিবর্তনের সাথে সাথে হারিয়ে যাচ্ছে পুরাতন পদ্ধতিগুলো। এখন কৃষক আধুনিক পদ্ধতির রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে ফসল চাষাবাদ করে এবং রোগবালাই দমন করে। এ কাকতাড়ুয়া  পদ্ধতিতে পাখিও মারা যায় না, আবার পরিবেশের ভারসাম্যও রক্ষা পায়।

ধনবাড়ী উপজেলার  কয়েকটি গ্রামের বিভিন্ন ফসলি মাঠ ঘুরে দেখা যায়, হঠাৎ কিছু ক্ষেতে কাকতাড়ুয়া দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখলে মনে হয় যেনও কোনো জীবন্ত মানুষ দাঁড়িয়ে ফসল পাহাড়া দিচ্ছে। খুব ভালোভাবে খেয়াল না করলে পাখির মতো ভয় পেয়ে যাবে যে কেউ। কৃষির আধুনিক পদ্ধতির যুগে কৃষকরা রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে ফসল চাষাবাদ করে এবং রোগবালাই দমন করে।এতে করে মানব শরীরে অনেক ক্ষতি হচ্ছে। তবে এখনো কিছু কৃষক এখনো সেই আদিকালের সনাতন কাকতাড়ুয়া পদ্ধতি ব্যবহার করেন ফসল রক্ষার জন্য।

বলিভদ্র ইউনিয়নের  কৃষক মো: আব্দুল জলিল এর সাথে কথা বললে তিনি  বলেন, কাকতাড়ুয়া ব্যবহারে দিন দিন কমে যাচ্ছে, বিভিন্ন কীটনাশক ব্যবহার করে কৃষক তার ফসলি জমিতে। অতীতে এত কীটনাশকের ব্যবহার ছিল না। বর্তমান সময়ে বিভিন্ন ধরনের কীটনাশক বাজারে এসেছে, যা ব্যবহার করলে পশু-পাখি অনেক সময় মারা যায়। এতে একদিকে যেমন পশু-পাখির ক্ষতি হচ্ছে অন্য দিকে কীটনাশক ব্যবহারের ফলে স্বাস্থ ঝুঁকির মধ্যে রয়েছে। কিন্তু পাশাপাশি কীটনাশক ব্যবহাররে ফসলও ভালো হয়, তাই কাকতাড়ুয়ার ব্যবহার কমে যাচ্ছে। 

তিনি আক্ষেপ করে বলেন, কাকতাড়ুয়া ব্যবহার করলে আমরা চিন্তামুক্ত থাকতাম পশু-পাখি থেকে, কেন না এটা ব্যবহার করলে পশু-পাখি আসতো না। তবে এখন বিভিন্ন ধরনের কীটনাশক ও বিভিন্ন পদ্ধতি ব্যবহারে ভুলেই গেছি কাকতাড়ুয়ার কথা, যেটা একটা সময় আমাদের বন্ধু ছিল।

ধনবাড়ী  উপজেলার কৃষি কর্মকর্তা বলেন, কাকতাড়ুয়া ব্যবহার করে ফসলের জমিতে ইঁদুর দমনে ভালো ফল পাওয়া যায়। এছাড়াও নিশাচর প্রাণীরা জমিতে বিচরণ করার সময় ভয় পায় এবং ফসলেরও সুরক্ষা হয়। পাখি তাড়ানোর জন্য আদিকাল থেকে গ্রামের কৃষকরা ক্ষেতে কাকতাড়ুয়া ব্যবহার করে আসছেন। এতে মাঠের ফসল রক্ষা পায়। পাখি হত্যা এক ধরনের অপরাধ সেটাও হলোনা।  যারা জমিতে কাকতাড়ুয়া ব্যবহার  করছে তারা  লাভবান হচ্ছে। আবার পাখিও রক্ষা পাচ্ছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!