AB Bank
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈশ্বরগঞ্জে বেসিক ব্যাংকে ডাকাতির চেষ্টা


Ekushey Sangbad
তাপস কর, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
০৫:৩৩ পিএম, ৯ জানুয়ারি, ২০২৫
ঈশ্বরগঞ্জে বেসিক ব্যাংকে ডাকাতির চেষ্টা

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড ঈশ্বরগঞ্জ শাখায় ডাকাতি চেষ্টার অভিযোগ উঠেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেসিক ব্যাংক লিমিটেড ঈশ্বরগঞ্জ শাখার ব্রাঞ্চ ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম।

এ ঘটনায় বৃহস্পতিবার (৯জানুয়ারি) বেসিক ব্যাংক ঈশ্বরগঞ্জ শাখার ব্রাঞ্চ ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে বুধবার দিনগত রাত আড়াইটার দিকে বেসিক ব্যাংক লিমিটেড ঈশ্বরগঞ্জ শাখায় এ ঘটনা ঘটে। 

ব্যাংকের আর্মড গার্ড মো. সোহরাব আলী জানান, বুধবার দিনগত রাত আড়াইটার দিকে ব্যাংকের মূল ফ্লোরে দুর্বৃত্ত যখন তালা ভাঙে তখন আমি টের পেয়ে যাই। তৎক্ষণাৎ আমি আমি ম্যানেজার স্যার ও অন্যান্য সকল স্যারদের কল করে বিষয়টি জানাই এবং চিৎকার করতে থাকি। ম্যানেজার স্যার তখন দ্রুত পুলিশকে ঘটনাটি অবগত করেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্ত পালিয়ে যায়। 

সরেজমিন বেসিক ব্যাংক পরিদর্শন করে দেখা গেছে, ঈশ্বরগঞ্জ পৌর শহরের পাটবাজারে কাঁচামাটিয়া নদ ঘেঁষে অবস্থিত একটি ৪ তলা ভবনের ২য় তলায় চলে গ্রাহকদের সাথে ব্যাংক কর্তৃপক্ষের কার্যক্রম। ব্যাংক পরিদর্শনকালে বেসিক ব্যাংক ঈশ্বরগঞ্জ শাখার কর্মকর্তা ও কর্মচারীরা জানান, ব্যাংক ভবনের পেছনের অংশে কাঁচামাটিয়া নদের ওপরে অবস্থিত দি  রিভারফুড প্যালেস রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট সংলগ্ন ব্যাংক ভবনের নিচতলার একটি দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্ত। 

নিচতলার জেনারেটর কক্ষের জানালার গ্রিল কেটে দুতলায় ওঠে দুর্বৃত্তরা। দু’তলায় ব্যাংকের মূল ফ্লোরের তালা ভাঙার মুহূর্তে টের পেয়ে যান ব্যাংকের আর্মগার্ড সোহরাব আলী। নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকের কয়েকজন গ্রাহক ও স্থানীয় লোকজন বলেন, সিসিটিভির ফুটেজে একজন লোক দেখা গেলেও ঘটনার পেছনে আরও লোক জড়িত থাকতে পারে। একজনের পক্ষে এই কাজ করা সম্ভব নয়। 

রাষ্ট্রীয় মালিকানাধীন এমন ব্যাংকে ডাকাতির চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক। এতে ব্যাংক গ্রাহক ও পৌরবাসীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বেসিক ব্যাংক লিমিটেড ঈশ্বরগঞ্জ শাখার ব্রাঞ্চ ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ব্যাংকের সিসিটিভির ফুটেজে দেখা গেছে রাত আড়াইটার দিকে ব্যাংক ভবনের মূল ফ্লোরে গায়ে চাদর পরিহিত ও চাদর দিয়ে মুখ ঢেকে রাখা একজন দুর্বৃত্ত তালা ভাঙে। তখন তালা ভাঙার শব্দ টের পেয়ে যান ব্যাংকের আর্মগার্ড মো.সোহরাব আলী। বিষয়টি তিনি আমাকে জানালে আমি পুলিশকে দ্রুত অবগত করি। পরে পুলিশও দ্রুত ঘটনাস্থলে আসে। 

আর্মগার্ডের চিৎকারে স্থানীয় লোকজন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্ত দ্রুত পালিয়ে যায়। দুর্বৃত্ত ব্যাংকের মূল ফ্লোরে প্রবেশ করতে পারেনি। এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে তৎক্ষণাৎ একটি টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্ত পালিয়ে যায়। এ বিষয়ে একটি  লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত কাজ চলছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!