AB Bank
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিষাক্ত মদপানে ৪ জনের মৃত্যু, চিকিৎসাধীন চার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, রাজশাহী
০৯:৪৬ পিএম, ৯ জানুয়ারি, ২০২৫
বিষাক্ত মদপানে ৪ জনের মৃত্যু, চিকিৎসাধীন চার

রাজশাহীতে স্থানীয়ভাবে তৈরি মদপানে ৪ জনের প্রাণহানি ঘটেছে। এ সময় আরও ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় এ খবর পাওয়া গেছে। 

মৃত ব্যক্তিরা হলেন, রাজশাহী মোহনপুর উপজেলার দুর্গাপুর গ্রামের মো. টোটন (৪০), একই গ্রামের মোন্তাজ আলী (৪০) ও করিশা গ্রামের মো. জুয়েল (৩৫) ও নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর গ্রামের আতোয়ার হোসেন (৩৫)।

আহতরা হলেন, উপজেলার দুর্গাপুর গ্রামের আকবর আলী (৪৩), শাহপাড়া গ্রামের মো. ফিরোজ (২৬), মোন্নাপাড়া গ্রামের মো. পিন্টু (২৫) ও খাঁ পাড়া গ্রামের মো. মোনায়েম (২৫)।

জানা গেছে, মোহনপুরের টোটন ও জুয়েল অ্যালকোহল বিক্রি করতেন। গত মঙ্গলবার দিবাগত রাতে ৮ জন স্থানীয়ভাবে অ্যালকোহল দিয়ে তৈরি মদ পান করেন। এরপর অসুস্থ হয়ে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিনজন রাজশাহীর মোহনপুর উপজেলায় মারা যান। তাদের মধ্যে টোটন ও জুয়েলকে পুলিশ খবর পাওয়ার আগেই তাদের মরদেহ স্বজনরা দাফন করে দেন। অন্য চারজনকে বুধবার দিবাগত রাত ১২টা ৮ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর কয়েক মিনিট পরই আতোয়ারের মৃত্যু হয়।

এবিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান জানান, বৃহস্পতিবার মোন্তাজের মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এরপর রাজশাহী মেডিকেল কলেজের মর্গে মরদেহের ময়নাতদন্ত করা হয়। পরে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মোন্তাজ আলীর ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাত মাদক ব্যবসায়ীদের আসামি করা হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ
 

Link copied!