AB Bank
ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শরণখোলা থেকে দুরপাল্লার বাস চলাচলের দাবিতে মানববন্ধন


Ekushey Sangbad
মাসুম বিল্লাহ্, শরণখোলা, বাগেরহাট
০৬:৫৭ পিএম, ১০ জানুয়ারি, ২০২৫
শরণখোলা থেকে দুরপাল্লার বাস চলাচলের দাবিতে মানববন্ধন

শরণখোলা থেকে ঢাকা ও চট্টগ্রামগামী দুরপাল্লার পরিবহন গাড়ি আটকে যাত্রী সাধারনের ভোগান্তি সৃষ্টি করছে বাগেরহাট মালিক সমিতি। তাদের এ স্বেচ্ছাচারিতা ও নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটের শরণখোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি শুক্রবার উপজেলার পাচরাস্তার মোড়ে উপজেলা প্রেসক্লাবের সামনে সাধারণ জনগণের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা ও চট্টগ্রামগামী বাস মালিক সমিতির প্রতিনিধি ও সাধারণ জনতা জানায়, দীর্ঘদিন ধরে শরণখোলা থেকে ফালগুনী, বলেশ্বর, পদ্মা, ইমা, শরণখোলা পরিবহন সহ বেশ কিছু পরিবহন ঢাকা ও চট্টগ্রামের যাত্রীদের বহন করে সেবা দিয়ে আসছে। কিন্তু বাগেরহাট বাস মালিক সমিতির লোকজন গত কয়েকদিন ধরে ঢাকা থেকে শরণখোলাগামী দুরপাল্লার পরিবহনগুলো বাগেরহাট টার্মিনালে থামিয়ে জোর করে যাত্রীদের মালামাল সহ নামিয়ে গাড়ি আটকে দেয়। এতে মোড়লগঞ্জের দৈবজ্ঞহাটি, মোড়লগঞ্জ সদর, পল্লীমঙ্গল ও রায়েন্দার যাত্রীরা ভোগান্তিতে পড়ে। নির্বিগ্নে গাড়ি চালানো সহ সঠিকভাবে গন্তব্যে পৌঁছার দাবী জানিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বাগেরহাট সেনাক্যাম্প ইনচার্জ এর সহযোগিতা কামনা করেন মানবন্ধনে অংশগ্রহণকারীরা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শরণখোলা কাউন্টার সমিতির সভাপতি আবুল হোসেন, যুবনেতা মাসুম জোমাদ্দার, যুবদলের সদস্য সচিব আল আমিন খাঁন, ছাত্রদলের শরণখোলা সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি আবুল বাশার খাঁন ও শরণখেলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম হাসান সুজন।
বক্তারা বাগেরহাট মালিক সমিতির নৈরাজ্য বন্ধ সহ জনদুর্ভোগ ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে শাস্তি দাবী করেন। শরণখোলা ও ঢাকা থেকে যাত্রীরা যাতে স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারে তার যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

একুশে সংবাদ/ এস কে

Link copied!