AB Bank
ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বরিশালে যুবলীগ নেতাকে কু’পিয়ে জখম


Ekushey Sangbad
বরিশাল জেলা প্রতিনিধি
০৭:২৯ পিএম, ১০ জানুয়ারি, ২০২৫
বরিশালে যুবলীগ নেতাকে কু’পিয়ে জখম

বরিশালে যুবলীগ নেতা শাহরিয়ার সাচিব রাজিবকে (৪৭) একদল দুর্বৃত্ত কুপিয়ে গুরুতর আহত করেছে। তাকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এ ঘটনা ঘটে বৃহস্পতিবার রাত ১০টার দিকে, নগরীর গোরস্তান রোডের কাছেমাবাদ খানকার সামনে। দুর্বৃত্তরা রাজিবকে কুপিয়ে আহত করে, তার দুই পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।

রাজীবের বোন শাহীনা আজমিন সাংবাদিকদের জানিয়েছেন, স্থানীয় টেইলার্স বাচ্চুর সঙ্গে তার ভাইয়ের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রয়েছে। বাচ্চুসহ অজ্ঞাত আরও একজন তার ভাইকে কুপিয়েছে। ঢাকায় হাসপাতালে আনার পর তার অস্ত্রোপচার করা হয়েছে। তবে তার অবস্থা এখনো আশঙ্কাজনক।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে রাজিবকে ধাওয়া করে। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। তাদেরকে ধরতে পুলিশের অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, বরিশাল নগরীর ২১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব গোরোস্তান রোড কাছেমাবাদ খানকা সংলগ্ন এলাকার বাসিন্দা। এলাকাবাসী জানায়, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারী ছিলেন তিনি।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!