বাঁধের কাছে ফসলি জমি নেই, তবুও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর ফসল রক্ষা বাঁধের পিআইসি কমিটির সভাপতি ও সদস্য হয়েছে তারা। নিয়নিতি তোয়াক্ষা না করেই আবু সাঈদকে দেওয়া হয়েছে প্রকল্প সভাপতি। এ নিয়ে গত ডিসেম্বরে ২৫ তারিখ তিয়শ্রী গ্রামের সৈয়দ নাজমুল হক ইউএনও সহ বিভিন্ন দপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ১৬দিন পার হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এদিকে ২৫ দিন পাড় হলেও ফসল রক্ষার বাঁধের নির্মাণ কাজ শুরুই হয়নি। এ নিয়ে কৃষকদের মাঝে দেখা দিয়েছে ফসল হানির সঙ্কা।
বাঁধটি উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী গ্রামের হাওরে অবস্থিত।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিবছর তিয়শ্রী হাওর উপ- প্রকল্প নামে একটি ফসল রক্ষার বাঁধ নির্মাণ করা হয়।বাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। সেই কমিটি বাঁধ নির্মাণ কাজ বাস্তবায়ন করেন। এরই ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থবছরে প্রকল্প বাস্তবায়নের জন্য বাস্তবায়ন কমিটির আবেদন করেন দুটি পক্ষ। একটি পক্ষ সৈয়দ নাজমুল হক বৈঠাখালি, দৌলতপুর তিয়শ্রী সহ তিন গ্ৰামে মিলে সাতজন সদস্য বিশিষ্ট কমিটি জমা দেন প্রকল্প এলাকায় ওই কমিটির সদস্যদের জমি।
অপর পক্ষ আবু সাঈদ সহ পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি। ওই প্রকল্পে শুধু দৌলতপুর গ্রাম থেকেই সদস্য করা হয়েছে। প্রকল্পের ধারে কাছে যাদের জমিনে এমন লোকদেরকে আবু সাঈদের কমিটিতে সদস্য করা হয়েছে বলে এলাকাবাসী জানান ।
প্রকল্প এলাকার সরজমিনে গিয়ে কোজ নিয়ে জানা যায় উক্ত প্রকল্প আবু সাঈয়ীদের কমিটির সদস্যদের কোন জায়গা জমিয়ে নেই।
তিয়শ্রী গ্রামের সাবেক ইউপি সদস্য আহাদ মোড়ল, বৈঠাখালি গ্রামের জসিম উদ্দিন সহ নাম প্রকাশ না করার শর্তে আরো একাধিক ব্যক্তি জানান আবু সাঈদের কমিটির লোকজনের বাঁধের আশেপাশে কোন জায়গা জমি নেই। উক্ত কমিটি বাতিল করার জন্য কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অভিযুক্ত আবু সাঈদ জানান, ফসল রক্ষা বাঁধের কাছে আমার জমি আছে । আমি না চাইলে বাঁধে কেউ এক টুকরি মাটি ও ফেলতে পারবে না। আপনার কমিটিতে অন্য সদস্যদের জমি নাই সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন সদস্যদের জমে না থাকলেও চলবে ।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী মোঃ মুস্তাফিজুর রহমান জানান যাদের জমিনেই তাদেরকে কমিটিতে রাখা হয়েছে এমন একটি অভিযোগ পেয়েছি ।তদন্ত করে যাদের জমিনেই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া ।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :