AB Bank
ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালমনিরহাটে মন্দির থেকে প্রতিমা ও স্বর্ণের মুকুট চুরি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,লালমনিরহাট
১০:৪৬ পিএম, ১০ জানুয়ারি, ২০২৫
লালমনিরহাটে মন্দির থেকে প্রতিমা ও স্বর্ণের মুকুট চুরি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডা শ্রী শ্রী ভবতারিণী কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মন্দিরের দরজা ভেঙে প্রায় ৩ লাখ টাকার স্বর্ণের চেইন, একটি মুকুটসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মন্দিরের সাধারণ সম্পাদক অরুণ কুমার দাস কালীগঞ্জ থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জানা গেছে, চুরির এই ঘটনা ওই দিন ভোরে ঘটে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, শুক্রবার সকালে ফুলের বাগানে স্প্রে করতে যান মন্দির কমিটির সাধারণ সম্পাদক অরুণ কুমার দাস। এ সময় তিনি একটি টিনের ঘরের দরজা ভাঙা দেখতে পান। ভেতরে গিয়ে দেখেন ঘরের টিউবওয়েলের হাতল নেই। এরপর তিনি দ্রুত কমিটির সদস্যদের খবর দেন।

পরে মন্দিরে গিয়ে দেখা যায়, মন্দিরের দরজাও ভাঙা। ভেতরে প্রবেশ করলে জানা যায়, দুর্বৃত্তরা স্বর্ণের ৩টি চেইন, স্বর্ণের একটি মুকুট এবং অষ্টধাতুর একটি প্রতিভা চুরি করে নিয়ে গেছে। এছাড়া, মন্দিরের সিসি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জামও চুরি করেছে।

খবর পেয়ে লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা পরিদর্শন করেন। এ সময় লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম দ্রুত চোরসহ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক অরুণ কুমার দাস বলেন, “প্রায় তিন লাখ টাকার সরঞ্জামাদি চুরি করে নিয়ে গেছে। এর আগে এ এলাকায় এমন ঘটনা কখনোই ঘটেনি। যার ফলে হিন্দু সম্প্রদায়সহ সব সম্প্রদায়ের মানুষরা কষ্ট পেয়েছে। আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি, তারা সুষ্ঠু তদন্ত করে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন।”

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, “মন্দির চুরি ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় মন্দিরে পুলিশ মোতায়ন করা হয়েছে। তদন্ত চলছে, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।”

 

একুশে সংবাদ/এনএস

Link copied!