চট্টগ্রামের চন্দনাইশে `কেমন রাজনীতি চাই` শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চন্দনাইশ সাতকানিয়া উন্নয়ন ফোরামের উদ্যোগে । গতকাল শুক্রবার বিকালে দোহাজারী পৌরসভার রূপনগর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও সিনিয়র আইনজীবী বিচারপতি আবদুস সালাম মামুন।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম ও সেমিনার বিষয়ক সম্পাদক এবং দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট এম. সাদ্দাম হোসেন নিরবের সভাপতিত্বে সভায় উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।
মুখ্য আলোচক ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি এবং আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম. এ হাশেম রাজু। বিশেষ বক্তা ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম জেলা সমন্বয়ক ও চন্দনাইশ উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক এস.এম জসিম উদ্দিন চৌধুরী (মিন্টু)। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল সাবেক সহ-সভাপতি আফিল উদ্দিন আহমেদ।
বক্তরা বলেন- আগামীতে আমরা একটি রাজনৈতিক চাই যেখানে থাকবে না দূর্নীতি স্বজন প্রীতি খুন খারাবি, আয়রা ঘর মাদকমুক্ত দখল চাঁদাবাজি ও দখল মুক্ত রাজনীতি চাই, যারা চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে তাদেরকে ধরে পুলিশের নিকট সোপর্দ করা নির্দেশ দেন।
প্রধান অতিথি সাবেক বিচারপতি আব্দুর সালাম আরো বলেন, যারা কয়েক শ` ইয়াবা টেবলেট বহন করে পুলিশের হাতে ধরা পড়ে পুলিশ তাদের ৬ মাস থেকে এক বছর পর্যন্ত জেল জরিমানা দিয়ে থাকে, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে এসব ব্যবসায় জড়িত সেখানকার পুলিশ তাদের বেদ আঘাত করে শান্তির ব্যবস্থা রাখলেও আমাদের বাংলা তা ভিন্ন, ছোট খাটো এসব ব্যবসায় জড়িত দেরকে জেল জরিমানা পরিবর্তে শান্তির ব্যবস্থা চালু করার আহ্বান জানান। এবং তাদের পুনর্বাসনের মাধ্যমে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে।
ছাত্রদল নেতা ইমরান হোসাইনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দোহাজারী প্রেসক্লাব সভাপতি সাংবাদিক নাসির উদ্দিন বাবলু, বিএনপি নেতা আমির হোসেন, এম. মহিউদ্দিন, রাজিব উদ্দিন চৌধুরী, হাজী আবদুল গণি, মোঃ. রুবেল, লোকমান হাকিম, মোঃ. ইদ্রিস, মোঃ সোহেল প্রমূখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :