বাগেরহাটের মোরেলগঞ্জে তিনবারের সফল প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বিএনপির মিলাদ মাহাফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে বহুরবুনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বহুরবুনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আলী অশ্রাব ফকির এর সভাপতিত্বে বিএনপি ও তার সকল অংগ সংগঠনের নেতা কর্মী মিলাদ মাহাফিল ও দোয়ার আয়োজন করেন।
উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএরপির সদস্য শেখ আব্দুল হালিম খোকন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক পৌর বিএনপি ফারুক হোসেন সামাদ, থানা বিএনপি যুগ্ন আহবায়ক আবজাল হোসেন জোমাদ্দার, থানা বিএনপি যুগ্ন আহবায়ক মতিউর রহমান বাচ্চু, থানা বিএনপি যুগ্ন আহবায়ক এফ এম শামীম আহসান, থানা বিএনপির যুগ্ন আহবায়ক রাসেল ফকির, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান মিলন প্রমুখ।
মিলাদ মাহাফিল ও দেয়া শেষে তাবারক বিতার করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :