বালুবোঝাই একটি ট্রাক উল্টে যাওয়ায় বালুর নিচে চাপা পড়ে নাটোরে ওসমান আলী (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পূর্ব হাগুড়িয়া ব্রিজ এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এই ঘটনা ঘটে।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা বালু সরিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ওসমান আলী ওই এলাকার আকবর আলীর ছেলে ও পেশায় তিনি একজন ট্রাকচালক ছিলেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান একুশে সংবাদকে জানান, ওসমান আলী নাটোর-বগুড়া মহাসড়কে চলমান ঠিকাদারি কাজের ট্রাকচালক। প্রতিদিনের মত আজ সকালেও কাজে যাওয়ার জন্য তিনি বাড়ি থেকে বের হয়ে পূর্ব হাগুড়িয়া ব্রিজের কাছে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় সিংড়া থেকে নাটোরমুখী বালুবোঝাই একটি ট্রাক সামনে থেকে আসা দ্রুত গতির একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহসড়কের পাশে উল্টে পড়ে। এতে সেখানে দাঁড়িয়ে থাকা ওসমান আলী ট্রাকের বালুর নিচে চাপা পড়েন। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বালু সরিয়ে ওসমান আলীর মরদেহটি উদ্ধার করে।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :