AB Bank
ঢাকা রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাঁচদোনায় শিক্ষককে মারধর, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৩:৪২ পিএম, ১২ জানুয়ারি, ২০২৫
পাঁচদোনায় শিক্ষককে মারধর, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

নরসিংদী সদর উপজেলার পাঁচদোনার ভাটপাড়া এনসি গুপ্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ময়নাল হোসেন হককে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। রবিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় ভাটপাড়া বাজারের সামনের পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক সড়ক অবরোধে অংশ নেয় বর্তমান শিক্ষার্থীদের সাথে সাবেক শিক্ষার্থীরাও অংশ নেন।

শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, ভাটপাড়া এনসি গুপ্ত উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ময়নাল হোসেন বাড়ি নির্মাণ করছেন। এই বাড়ি নির্মাণ কাজের মালামাল পাঁচদোনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি প্রার্থী জুয়েল ঘোষের কাছ থেকে সরবরাহ করার দাবি করছিলেন। কিন্তু ময়নাল হোসেন তাতে রাজি হয়নি। 

এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সকালে ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাওয়ার পথে জুয়েলের নেতৃত্বে সোহাগ, ফরিদ মিয়া, রিপনসহ অঞ্জাতরা ময়নাল হোসেনের উপর হামলা করে। এসময় তাকে ও ছেলেকে মারধর করে। পরে বিষয়টি বিদ্যালয়ে জানালে শিক্ষকরা স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ময়নাল হোসেন অভিযুক্তদের বিরুদ্ধে মাধবদী থানার লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযুক্ত জুয়েল ঘোষ তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বলেন, এঘটনার সাথে আমি কখনোই জড়িত না। আমাকে দোষারোপ করা হচ্ছে তা আসলেই মিথ্যা, বানোয়াট ও নিছক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। 

এদিকে আজ সকালে শিক্ষার্থীরা শিক্ষকের বিচারের দাবীতে সড়কে নেমে আসেন। তারা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানায়। এ সময় তারা গাছের খন্ড ও টায়ার জ্বালিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেন। পরে সড়কের উভয় পাশে প্রায় দশ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে দূভোর্গে পড়েন সাধারণ যাত্রীরা। দুপুর দেড়টায় ঘটনাস্থলে এসে সেনাবাহিনী অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেয়। পরে যানচলাচল স্বাভাবিক হয়। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!