ফরিদপুরের নগরকান্দা ও মধুখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩০জন। ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দার বাশাগাড়ি নামক স্থানে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) সকাল পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল পৌনে আটটার দিকে নগরকান্দার বাসাবাড়ি নামক স্থানে কুষ্টিয়ার দিক থেকে আগত আরিফ মীম (ফরিদপুর ব ১১-০১৭২) পরিবহনের বাসটির সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের সাথে এ সংঘর্ষে ঘটনাস্থলেই আরিফ মীম পরিবহনের দুই যাত্রী নিহত আহত হয়। ওই বাসে থাকা আরো ৩০ যাত্রী এ সময় আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এখনো নিহত ও আহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জানান, আমরা সকলে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করি। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বাসের ভিতর অন্য কোন যাত্রী রয়েছে কিনা সেগুলো তল্লাশি শেষে উদ্ধার কার্যক্রম শেষ করা হয়। তিনি বলেন- ঘন কুয়াশা ও সড়কের পরিস্থিতি খারাপ থাকার কারণে এ ধরনের সড়ক দুর্ঘটনা ঘটছে বলে তিনি জানান।
অপরদিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার বোয়ালিয়া নামক স্থানে দুপুরে মোটরসাইকেল-বাসের সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। তবে তাদের নাম পরিচয় এখনো জানাযায়নি।
মধুখালী থানার ওসি মোঃ সালাহ উদ্দিন চৌধুরী জানান, ঢাকাগামী মুক্তা পরিবহনের একটি বাস একটি মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।
এদিকে সড়ক দুর্ঘটনার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে স্থানীয়রা ধাওয়া দেয়। পরে দুর্ঘটনার স্থান থেকে লাশ উদ্ধার তৎপরতা চালায় সেনাবাহিনী সদস্যরা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :