AB Bank
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জমি দখলকে কেন্দ্র করে দুই গ্ৰুপের সংঘর্ষ আহত- ১১


জমি দখলকে কেন্দ্র করে দুই গ্ৰুপের সংঘর্ষ আহত- ১১

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুরে জমি দখলকে কেন্দ্র করে দুই গ্ৰুপের সংঘর্ষ ১১ জন আহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দা গ্ৰামে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়,  পাকুন্দা এলাকার  এশিয়ান হাইওয়ে রাস্তার পাশে একটি জমি দখলকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়। এই ঘটনায় ৩১শে ডিসেম্বর সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মকবুল হোসেন ভূইয়া। অভিযোগ পেয়ে  ঘটনাস্থলে তালতলা তদন্ত কেন্দ্রের এস আই সোহেল রানা ঘটনাস্হলপরিদর্শন করে দুই পক্ষকে সমাধানের জন্য  ১৭ই  জানুয়ারি তালতলা তদন্ত কেন্দ্রে বসার আহ্বান জানালে, দুই পক্ষ এতে রাজী হন। কিন্তূ পরবর্তীতে মকবুল হোসেন এর বিবাদী পক্ষ প্রশাসনের কথা অমান্য করে এবং ১৪৫ দ্বারা লঙ্ঘন করে ৯ জানুয়ারি ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার ইব্রাহীম মিয়ার নেতৃত্বে জমি দখলে গেলে সংঘর্ষ বাঁধে। এতে আহত হন  মুকুল হোসেন, এবং সামির হোসেন। তাঁরই জের ধরে ১১ জানুয়ারি (শনিবার) সন্ধ্যায় আবার দুই গ্ৰুপের সংঘর্ষ বাঁধে, এতে দুই গ্ৰুপের প্রায় ১১জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই বিষয়ে মুকবুল হোসেনের কাছে জানতে চাইলে মুকবুল হোসেন বলেন, আজকে আমবাগ গ্ৰামে প্রয়াত আবু সিদ্দিক মোল্লা স্মৃতি নাইট ডিগবার টুর্নামেন্টে আমাদের ফাইনাল খেলা ছিল। সেখানে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মুজাহিদ মল্লিকসহ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন। আমরা খেলায় জয়লাভ করি পরে আনন্দ মিছিল করে বাড়ি ফিরছিলাম।পথে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী আওয়ামী লীগের দালাল ইব্রাহীম মেম্বারের নেতৃত্বে ইসমাইল, মোহাম্মদ আলী, সাকিব, নিজাম সরকার, কাজীন, সাব্বিরসহ অজ্ঞাত ১০/১৫ জনের একটি সন্ত্রাসী দল, রাম দা, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের মেহেদী হাসান, উজ্জ্বল, মুকবুল হোসেন ভূঁইয়া, মোহাম্মদ হোসেন, আওলাদ হোসেন, আঁখি বেগম, মুকুল ভূঁইয়া, সামির হোসেনসহ প্রায় ৮ জন আহত হয়। পরে সন্ত্রাসী দল আমার বাড়িতে গিয়ে আগুন জ্বালিয়ে দেয়।আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে তবে মুকুল ভূঁইয়া এবং উজ্জ্বল ভূঁইয়ার অবস্থা আশঙ্কাজনক।


এ বিষয়ে তালতলা পুলিশ ফাড়ির ইনচার্জ ফেরদৌস আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদা/বিএইচ

Link copied!