AB Bank
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাসিরনগরে লাগাতার বিদ্যুৎতের  ট্রান্সফরমার চুরি


নাসিরনগরে লাগাতার বিদ্যুৎতের  ট্রান্সফরমার চুরি

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে বিভিন্ন ইউনিয়নের গ্রাম রাস্তা ও সেচ প্রকল্পের  ট্রান্সফরমার লাগাতার চুরির হচ্ছে।

গত কয়েকদিনে নাসিরনগর সদর ইউনিয়নের দাতমন্ডল গ্রামের মো. ওবায়দুল হকের সেচ প্রকল্পের  ট্রান্সফরমার ও একই দিনে লিটন মিয়ার এফ আই ডি বি স্কুলের ট্রান্সফরমার চুরি হয়।

এছাড়া পর্যায়ক্রমে মো. আলমগীর মিয়া, মো. দানু ভূইয়া, মো. খলিল মিয়া, মো. সালাউদ্দীন, মো. জহির মিয়া, মো. মালেক মিয়া, মো. জিয়াউর রহমানসহ আরো অনেকের সেচ প্রকল্পের ট্রান্সফরমার চুরি হয় ।

সদর ইউনিয়ন ছাড়াও কুন্ডা, চাপড়তলার খান্দুরাসহ বিভিন্ন স্থানে হচ্ছে লাগাতার ট্রান্সফরমার চুরি। এতে করে সেচ কার্যক্রম ব্যহত ছাড়াও চরম জন ভোগান্তি বেড়েছে। সাম্প্রতিক সময়ে  চাপড়তলা ইউনিয়নের খান্দুরা গ্রামের সাবেক এমপি সৈয়দ মোর্শেদ কামাল সাহেবের বাড়ি সংলগ্ন একটি সেচ প্রকল্প ও তার আশ পাশ থেকে বেশ কয়েকটি, কুন্ডা ইউনিয়নের কুন্ডা রাস্তা ও বিভিন্ন সেচ প্রকল্পে বেশ কয়েকটি ট্রান্সফরমার  চুরির ঘটনা ঘটেছে। 

উপজেলার ১৩ ইউনিয়নের বিভিন্ন জায়গা ট্রান্সফরমার চুরির খবরে উদ্বিগ্ন সাধারন মানুষ। এ বিষয়ে জানতে চাইলে নাসিরনগর পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম  প্রত্যেক গ্রাহককে স্ব-উদ্যোগে  পাহারা দেওয়ার ব্যবস্থা করা উচিত। আমরা সমস্যা মোকাবেলা করতে  আইনগত ভাবে ব্যবস্থা নেয়ার চেষ্টা করছি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!