পবিত্র বিশ্ব ওরস-২০২৫ উপলক্ষে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভাঙ্গুড়া থানার দাওয়াতী মিশন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) রাতে পৌরসভার উত্তর মেন্দায় মাওলানা আফসার আলী সরদারের বাগান বাড়িতে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক আসেকান জাকেরান দাওয়াতী মিশন মাহফিলে উপস্থিত ছিলেন। মাহফিল শেষে আসেকান জাকেরানদের মাঝে তাবারক বিতরণ করা হয়। ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম মাওলানা আফসার আলী সরদার জানান, যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ওরসে যাওয়ার যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতি বছরের মতো এ বছরও অসংখ্য আশেকান-জাকেরান, ধর্মপ্রাণ ব্যক্তিরা দরবারে উপস্থিত হতে আগ্রহ প্রকাশ করছেন।
আগামী ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশী বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনব্যাপী ওরস শরীফ অনুষ্ঠিত হবে।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :