AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আড়াইহাজারে গরুবাহী পিকাপ উল্টে গরু ব্যবসায়ি নিহত, চালকসহ আহত ২


আড়াইহাজারে গরুবাহী পিকাপ উল্টে  গরু ব্যবসায়ি নিহত, চালকসহ আহত ২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের জালাকান্দী কবরস্থান এলাকায় গরুবাহী পিকআপ ভ্যান উল্টে আঃ রাজ্জাক (৬০) নামে এক জনের মৃত্যু হয়েছে গরু ব্যবসায়ি  নিহত ও চালকসহ অপর দুজন গুরুতর আহত হয়েছে। আহত দুজন হচ্ছেন জুয়েল (৫৫) ও আবুল হোসেন (৪৪)। এদের মধ্যে একজন চালক রয়েছেন। নিহত রাজ্জাক রূপগঞ্জ উপজেলার পবনকুল গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে বুধবার ( ৫ ফেব্রুয়ারি) দুপুরে। 

আড়াইহাজার উজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মোশারফ হোসেন ও নিহতের মেয়ে রাজিয়া সুলতানা জানান, রাজ্জাক একজন গরু ব্যাবসায়ি। তিনি একটি পিকআপ ভ্যানে করে গরু নিয়ে বিশনন্দী গরুর হাটে যাচ্ছিলেন। ঘটনাস্থলে এসে অপর একটি গাড়ীকে সাইড দিতে গিয়ে তাকে বহনকারী পিকআপ ভ্যানটি উল্টে গেলে গুরুতর আহত অবস্থায় চালকসহ তিনজনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার আ. রাজ্জাককে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত অবস্থায় জুয়েল ও আবুল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ লাশ উদ্ধার করে ।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মো: এনায়েত হোসেন জানান, আইনী প্রক্রিয়া শেষে পরিবারের আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!