জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০২৪ এর ফাইনাল খেলায় গোয়ালন্দ পৌরসভা ৩-০ গোলের ব্যবধানে দেবগ্রাম ইউনিয়ন পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ৪টি ইউনিয়ন পরিষদ ও গোয়ালন্দ পৌরসভার ১টি দল অংশগ্রহণ করে।
এই টুর্নামেন্টে অংশ নেওয়া ৪টি ইউনিয়ন পরিষদ ও গোয়ালন্দ পৌরসভার মধ্যে থেকে বেস্ট ইলেভেন নির্বাচিত করা হয়েছে। এই খেলোয়াড়দের জেলা পর্যায়ে প্রতিযোগিতার জন্য প্রেরণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
খেলার উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুল হক, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সচিব মেনামুল হক মিন্টু এবং গোয়ালন্দ পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান বলেন, ‘জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মতো আয়োজন আমাদের তরুণ প্রজন্মের মধ্যে ক্রীড়াচর্চা ও শৃঙ্খলার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই টুর্নামেন্ট শুধু প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের তরুণদের প্রতিভা বিকাশের একটি মঞ্চ। গোয়ালন্দ পৌরসভা এবং দেবগ্রাম ইউনিয়নের খেলোয়াড়রা আজ যে মানসিক দৃঢ়তা ও ক্রীড়াশৈলী দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।
আমি আশা করি, এখান থেকে নির্বাচিত বেস্ট ইলেভেন জেলা পর্যায়ে আমাদের প্রতিনিধিত্ব করবে এবং আরও বড় মঞ্চে সাফল্য অর্জন করবে। এই ধরনের আয়োজন অব্যাহত থাকলে আমাদের তরুণরা সঠিক দিকনির্দেশনা পাবে এবং দেশকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি হবে।’
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :